সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

রোহিঙ্গা ক্যাম্পে লালবাগ মাদরাসার ৮দিন ব্যাপী ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga_tran

আওয়ার ইসলাম: মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমান শরণার্থীদের মাঝে ৮দিন ব্যাপী প্রথম দফায় সাহায্য ও ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শেষে জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসা টিম ঢাকায় প্রত্যাবর্তন করেছে।

এক সপ্তাহ অধিককাল যাবত তারা টেকনাফের মাঠপাড়া, ওলিয়াবাদ, আদর্শগ্রাম, দমদমিয়া, সাবরাং, কুতুপালং, লেদা এবং কক্সবাজারের উখিয়া, হ্নীলা, রামু, জুয়ারিয়ানালা, কলেজগেট ঈদগাহ মাঠসহ প্রত্যন্ত এলাকায় আশ্রয় নেয়া শরণার্থীদের মাঝে খাদ্য, ঔষধ, শাড়ি, থ্রীপিসসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও শীতবস্ত্র ছাড়াও নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। এবং আশ্রিত দুর্গত মানুষের সাথে কথা বলেন। তারাও তাদের তাদের সামনে নৃশংস নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন।

লালবাগ টিমের সদস্যরা বলেন আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া রোহিঙ্গা মুসলমানদের সমস্যা সমাধানের কোন উপায় নেই। আর মানবেতর জীবনযাপনকারী রোহিঙ্গাদের পুনর্বাসনের কোন ব্যবস্থা না হলে তারা জীবনের তাগিদে যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশংকা রয়েছে যা বাংলাদেশ সরকারসহ বিশ্বের কোন সরকার বা জনগণের কাম্য হতে পারে না।

জামেয়া কোরয়ানিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার পক্ষ থেকে প্রেরিত জামেয়ার সিনিয়র উস্তাদ মাওলানা আহলুল্লাহ ওয়াছেলের নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রম টিমের সদস্যরা ছিলেন মাওলানা মোঃ ইসহাক, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা ফারুক আহমদ, মাওলানা তালহা, মাওলানা আব্দুল্লাহ ফরহাদ, মাওলানা আশরাফ মাহদি, মাওলানা শাকের, ও মাওলানা আলি হোসাইন প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ