সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

শেকৃবির ভর্তি পরীক্ষায় হিজাব নিষিদ্ধ; ইশা ছাত্র আন্দোলনের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isha7আওয়ার ইসলাম: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষ-২০১৭ এর ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধের নামে পরীক্ষার্থীদের হিজাবের উপর নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আল-আমীন, কেন্দ্রীয় সহ-সভাপতি জি.এম. রুহুল আমীন এবং সেক্রেটারি জেনারেল শেখ ফজলুল করীম মারুফ এক যুক্ত বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জালিয়াতি রোধে তথ্য-প্রযুক্তির এ যুগে ফিঙ্গারপ্রিন্টসহ বিভিন্ন প্রযুক্তি রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে সকল প্রযুক্তি ব্যবহার না করে হিজাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অযোগ্যতার প্রমাণ দিয়েছে। এটি ডিজিটাল বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা আশ্চর্য হই নিজেদের অযোগ্যতাকে ঢাকা দেয়ার জন্য দেশের ৯২ ভাগ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে হিজাব নিষিদ্ধের মত অন্যায় পদক্ষেপ গ্রহণ করেছে। যেকোন মূল্যে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরীক্ষার্থীদেরকে হয়রানিমুক্তভাবে পরীক্ষা দেয়ার পরিবেশ তৈরি করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা মনে করেছিলাম কৃষির উন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি শিক্ষায় অবদান রাখছেন। আজ আমরা হতাশ হলাম যখন দেখলাম ভর্তি পরীক্ষায় প্রযুক্তি ব্যবহার না করে অযৌক্তিকভাবে হিজাব নিষিদ্ধ করে মুসলিম পরীক্ষার্থীদেরকে হয়রানির পদক্ষেপ নিয়েছে। আমরা এই ব্যর্থ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অপসারণ চাই।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ