আওয়ার ইসলাম: রাজধানীর সন্নিকটে টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বীদের গুরুত্বপূর্ণ বয়ান ও জিকির আসগারের মাধ্যমে মঙ্গলবার শেষ হয়েছে জোড় ইজতেমা। জোড় ইজতেমার আখেরি মোনাজাত করেছেন বিশ্ব তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় মুরুব্বী ভারতের মাওলানা জমসেদ আলী
সূত্র মতে, এবার ৫ থেকে ৬ লক্ষাধিক মুসল্লি জোড় ইজতেমায় অংশ নেন। ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছিল ২ ডিসেম্বর।
সকাল ১১ টা ৩০ মিনিটে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ইজতেমা। দীর্ঘ ১৫ মিনিটের মোনাজাতে মানুষ আল্লাহর দরবারে দু’হাত তুলে নিজ নিজ কৃতকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। দেশ ও মানুষের কল্যাণ কামনা করে শেষ হয় মোনাজাত।
বিশ্ব ইজতেমা ময়দানের জিম্মাদার প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বলেন, চিল্লাধারী মুসল্লিদের দেশের প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতের কাজে ছড়িয়ে পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মোনাজাত শেষে সবাই জিকিরের তালে তালে দেশের বিভিন্ন এলাকায় দাওয়াতের কাজে ছড়িয়ে পড়বেন। এরপর আগামী ১৩ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর দ্বিতীয় পর্ব ২০ জানুয়ারি শুরু হয়ে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ২০১৭ সালের বিশ্ব ইজতেমা।
আরআর