শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

মুসলিম নিধন বন্ধের দাবিতে ১৭০ মিটার দীর্ঘ মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gahardangaআওয়ার ইসলাম: মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠীর ওপর বর্বর অত্যাচার, বসতভিটায় অগ্নিসংযোগ, ধর্ষণ ও হত্যাযজ্ঞ বন্ধ এবং হত্যাযজ্ঞে জড়িতের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিতে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা, গোপালগঞ্জের উদ্যোগে ১৭০ কিলোমিটারব্যাপী মানববন্ধন করেছে।

সোমবার (০৫ ডিসেম্বর) ১১টা-১২টা পর্যন্ত টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ, কাশিয়ানী-মুকসুদপুর, ভাটিয়াপাড়া-গোপালগঞ্জ, কোটালিপাড়া-গোপালগঞ্জ, মোল্লারহাট-গোপালগঞ্জ, নড়াইল-কালিয়া-গোপালগঞ্জ রোডে এ মানববন্ধন করা হয়। এসব সড়কের ব্যাপ্তি ১৭০ কিলোমিটার। পুরো এ এলাকা জুড়ে বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসলমানরা মানবন্ধনের সময় ব্যানার-ফেস্টুন হাতে দাাঁড়ান। শান্তিপূর্ণ এমন মানববন্ধনের দৃশ্য এ এলাকায় বিরল।

মানববন্ধনের বিভিন্ন পয়েন্টে কওমি মাদরাসা শিক্ষা বোর্ডে গরহরডাঙ্গার নেতারা অবস্থান নেন। মানববন্ধনের আলেম নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মিয়ানমারে মুসলমানদের ওপর যে ধরনের জুলুম-অত্যাচার চলছে তা অসহনীয়। বিশ্বের দ্বিতীয় মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে বাংলাদেশেকে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠাকল্পে জাতিসংঘকে শান্তি রক্ষীবাহিনী প্রেরণে চাপ প্রয়োগ এবং মিয়ানমারের মুসলমানদের শান্তিতে বসবাস নিশ্চিত করতে জোরদার কূটনৈতিক পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া শরনার্থীরা অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাবে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায় আশ্রয় নেওয়া শরণার্থীদের সাহায্যে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানানোর পাশাপাশি সরকারের প্রতি ত্রাণ তৎপরতার শুরুর অনুরোধ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গওহরডাঙ্গা মাদরাসার শাইখুল হাদিস আল্লামা আবদুর রউফ, বেফাকের মহাসচিব মাওলানা শামছুল হক, মাওলানা নুরুল হক, মাওলামা কবিরুল ইসলাম, মুফতি নুরুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, মুফতি শোয়াইব ইবরাহিম, মাওলানা আবুল কালাম, মাওলানা ঝিনাত আলী, মুফতি হোসাইন আহমাদ, মাওলানা হারুনুর রশীদ ও মুফতি মাকসুদুল হক প্রমুখ নেতৃবৃন্দ।

এমকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ