শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প

পুড়েছে ৫শ ঘর, ভেঙেছে ২শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bostiঢাকা: রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছড়িয়ে পড়েছে হাহাকার। ভয়াবহ এ আগুনে পুড়েছে প্রায় পাঁচশ ঘর। স্থানীয় সিটি কাউন্সিলর মফিজুর রহমান এমনটাই দাবি করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ২০০ মতো ঘর ভেঙে ফেলা হয়েছে।

মফিজুর রহমান বলেন, “আমরা অনুমান করছি, একটি লেপ তোশকের দোকান থেকে এ আগুন লেগেছে। বউ বাজারে লাগা এ আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে।”

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের কাজে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, `ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ছুটে এসেছেন। তারা আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। পাশাপাশি আমাদের এখানে ২০০ প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক আছেন। আগুন নেভাতে তারা সহযোগিতা করেছেন। স্থানীয় লোকজনতো ছিলই।'

ঘনবসতিপূর্ণ এ বস্তিতে ৩৫ হাজার ঘর আছে দাবি করে এ জনপ্রতিনিধি বলেন, `৪-৫ লাখ লোক এখানে বাস করেন। দিন দিন বস্তিটি বড় হচ্ছে, মানুষ বাড়ছে। আমরা সাধ্যমতো সবাইকে সচেতন রাখার চেষ্টা করছি। তবুও কোনো অসতর্কতা থেকে এ দুর্ঘটনা ঘটে গেছে। সবাই আরো সচেতন হলে এমনটা হতো না।'

সিটি করপোরেশন থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে রাতের খাবারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। বলেন, `মেয়র মহোদয় ঘুরে গেছেন। তিনি বলেছেন, তদন্ত করে এ আগুন লাগার ঘটনা উদ্ঘাটন করা হবে। ক্ষয়ক্ষতির পরিমাপ নির্ধারণ করে ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।'

উল্লেখ্য, দুপুর ২টা ৫০ মিনিটে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সন্ধায় নিয়ন্ত্রণে আনে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ