শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

অনন্তকাল স্বাধীন থাকতে দুনিয়ার কিছুকাল পরাধীন থাকতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম এ মান্নান
ফুলপুর থেকে

fulpur10অনন্তকাল স্বাধীন থাকতে হলে দুনিয়ার কিছুকাল সময় পরাধীন থাকতে হবে। নিজের জান এবং মালকে নিজের মনমত ব্যয় করা যাবে না। আল্লাহর হুকুম মত ব্যয় করতে হবে।

শুক্রবার রাতে ময়মনসিংহের ফুলপুরে দিউ বেপারীপাড়া জামে মসজিদ ও এলাকাবাসির উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আদর্শ মাদ্রাসার পরিচালক মাওলানা আবু রায়হান সহ-সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় আরও বয়ান করেন, বিশিষ্ট আলিমে দীন হাফেজ মাওলানা মুজিবুর রহমান, মুফতী আমিনুল ইসলাম মাহবুবী, মুফতী আজিম উদ্দিন শাহ জামালী, অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।

মাওলানা আবু রায়হান বলেন, আমার চোখ, আমার হাত আমার না। জান্নাতের বিনিময়ে আল্লাহ এগুলো কিনে নিয়েছেন। আমি এগুলোর পাহারাদার। এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমি আল্লাহর হুকুমের নিকট পরাধীন। আল্লাহর হুবুম মত ব্যবহার করতে হবে। দুনিয়ার সামান্য ক’দিন এভাবে পরাধীন জীবন যাপন করতে পারলে অনন্তকাল স্বাধীন থাকা যাবে। জান্নাতে সবাই স্বাধীন থাকবে। কাজেই অনন্তকালের যিন্দেগীতে স্বাধীন থাকতে চাইলে দুনিয়ার ক’দিন পরাধীন থাকতে হবে। নিজের মনমত চলা যাবে না। নিজেকে আল্লাহর মনমত চালাতে হবে।

এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. আবুল বাসার আকন্দ, মেয়র আমিনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান ও পয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তোফাজ্জল হক সভায় দোয়া নিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

হাফেজ এরশাদুল্লাহর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর ইউনুস আলী, মসজিদ কমিটির সভাপতি আলাল উদ্দিন, সেক্রেটারী আমিনুল ইসলাম, ইমাম হাফেজ সাইদুর রহমান, এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ