শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প

ডিসেম্বরে পাঁচটি ভূমিকম্পের শঙ্কা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vomi3

আওয়ার ইসলাম :  চলতি মাসের পাঁচটি তারিখ উল্লেখ করে বাংলাদেশে ভূমিকম্পের শঙ্কার বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছে আর্থকোয়েকপ্রেডিক্ট ডট কম নামে একটি ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট।তারা বলছে চলতি ডিসেম্বরেই নাকি বাংলাদেশে রয়েছে পাঁচটি ভূমিকম্পের শঙ্কা! তাও একেবারে দিন-তারিখ উল্লেখ করে!  ।

ওয়েবসাইটটি জানায়, সংস্থাটি একটি পরিবর্তিত ফিবোনক্কি ডুয়েল লুকাস (এফডিএল) পদ্ধতির সাহায্যে ভূমিকম্পের শঙ্কা নিরূপণ করেছে। এই পদ্ধতিতে স্থানীয় ও বৈশ্বিক ভূমিকম্পের শঙ্কা নিরূপণে সঠিক ভবিষ্যদ্বাণীর হার অনেক বেশি।

ডিসেম্বরে বাংলাদেশের ভূমিকম্পের শঙ্কা সম্পর্কে দেওয়া ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, তাদের নিরূপণের পদ্ধতি অনুযায়ী এ মাসে বাংলাদেশে বড় ভূকম্পনের শঙ্কা খুব কম। তবে ডিসেম্বরের ২, ৫, ১২, ১৬ ও ২২ তারিখে মৃদু ভূমিকম্পের শঙ্কা রয়েছে। এই ভূমিকম্পের মাত্রা ৪-এর কম হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এফডিএল পদ্ধতিতে ভূমিকম্পপ্রবণ এলাকার ভূমিকম্পের সময় এবং মাত্রার ওপর নির্ভর করে এই ভবিষ্যদ্বাণী করা হয়।

প্রতিবেদনে বাংলাদেশের তথ্যপ্রাপ্তি সম্পর্কে উৎস খুবই কম বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ভূমিকম্পের শঙ্কাকে নিয়মানুগ ভবিষ্যদ্বাণী হিসেবে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

তবে সংস্থাটি এই ভবিষ্যদ্বাণীর কোনো দায় বহন করতে নারাজ। এটি কেবল এফডিএল তত্ত্বের ওপর ভিত্তি করে দেওয়া একটি ভবিষ্যদ্বাণী বলে উল্লেখ করা হয়।

আআ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ