বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


রোহিঙ্গাবাহী ৬ নৌকা ফেরত পাঠালো বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga16আওয়ার ইসলাম: টেকনাফে রোহিঙ্গাবাহী ৬টি নৌকা ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধদের অমানসিক নির্যাতনে নদী পাড়ি দিয়ে টেকনাফে আসতে চাইলে তাদেরকে ফেরত পাঠানো হয়।

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নাফ নদী জলসীমানা অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশের সময় এসব নৌকা ফিরিয়ে দেয় বিজিবি। এসব নৌকার প্রত্যেকটিতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু রয়েছে।

টেকনাফ ২ নম্বর বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, শুক্রবার ভোররাত থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত নাফ নদীর জলসীমানার শূন্যরেখা থেকে রোহিঙ্গা বোঝাই ৬টি নৌকা ফেরত পাঠানো হয়। এসব নৌকার প্রত্যেকটিতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু রয়েছে। এ নিয়ে গত ২ সপ্তাহে রোহিঙ্গা বোধাই শতাধিক নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ