বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ।। ২৮ ফাল্গুন ১৪৩১ ।। ১৩ রমজান ১৪৪৬


মিয়ানমারের সঙ্গে ফুটবল ম্যাচ বাতিল করলো মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga7আওয়ার ইসলাম: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর জুলুম, নির্যাতন, হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সারাবিশ্বে। মানববন্ধন, সমাবেশ হচ্ছে রাস্তায় রাস্তায়। মালয়েশিয়াও থেমে নেই। দেশটি এবার প্রতিবাদ হিসেবে মিয়ানমারের সঙ্গে অনূর্ধ্ব-২২ ফুটবলের দুটি প্রীতি ম্যাচ বাতিল করেছে।

মালয়েশিয়ার জাতীয় ফুটবল দলের এক মুখপাত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়, মালয়েশিয়ার মন্ত্রিসভা গত সপ্তাহে এক বিবৃতিতে রোহিঙ্গাদের ওপর সহিংসতার নিন্দা জানিয়েছে। মিয়ানমারের ইয়াঙ্গুনে ৯ ও ১২ ডিসেম্বর প্রীতি ম্যাচ দুটি হওয়ার কথা ছিল। জাতীয় ফুটবল দল হারিমাউ মালয়েশিয়া এক টুইটারে বার্তায় জানায়, মালয়েশিয়া ও মিয়ানমারের মধ্যকার অনূর্ধ্ব-২২ দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটি বাতিল করা হয়েছে। রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনা-পুলিশের রক্তক্ষয়ী দমনপীড়নের প্রতিবাদে মালয়েশিয়া এ পদক্ষেপ নিলো।

আরআর

প্রতিদিন ৩০০ টাকার বই জিততে রকমারি-আওয়ার ইসলাম সিরাতুন্নবী সা. কুইজে অংশ নিন


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ