শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

শুরু হলো মাওলানা আবদুল জব্বার রহ. স্মরণসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-zabbarআওয়ার ইসলাম: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে মাওলানা আবদুল জব্বার রহ. এর স্মরণসভা শুরু হয়েছে। প্রেসক্লাবের ভিআইডি লাউঞ্জে বিকাল ৩টায় শুরু হয় অনুষ্ঠান। ইতোমধ্যেই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিপুল পরিমাণ আলেম ওলামা উপস্থিত হয়েছেন।

বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামিয়া শরইয়্যাহ মালিবাগের মুহতামিম আল্লামা আশরাফ আলী।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সাবেক মহাসচিব মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার রহ. গত ১৮ নভেম্বর শুক্রবার ইন্তেকাল করেছেন। তার জীবন কর্ম ও স্মৃতিচারণ মূলক এ স্মরণসভার আয়োজন করেছে অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

মাওলানা আবদুল জব্বার রহ. স্মরণসভার অতিথি ও আলোচক যারা

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকার ফরিদাবাদ মাদরাসার প্রিন্সিপাল, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব, মাওলানা আবদুল কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখবেন, মাওলানা আবদুল জব্বার রহ.-এর জামাতা মাওলানা তানিম হোসাইন মাহমুদী

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন, শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মিজানুর রহমান সাঈদ, হযরত শায়খ যাকারিয়া কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. মাওলানা  মুশতাক আহমদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীরর সভাপতি মাওলানা এটিএম হেমায়েদ উদ্দিন, মাদরাসা দারুর রাশাদ মিরপুরের শিক্ষা সচিব, মাওলানা লিয়াকত আলী, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মুহাম্মদপুরের ঢাকার সচিব মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, বিশিষ্ট লেখক ও গবেষক  মাওলানা মুহাম্মাদ শরীফ, জামিয়া ইকরা বাংলাদেশের রঈস, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, জামিয়া আরাবিয়া লালবাগের মুহাদ্দিস মুফতি তৈয়ব হোসাইন, জামিয়া আরাবিয়া শামসুল উলুম নন্দিপাড়ার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আবদুস সামাদ, রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশের আমীর মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদরসার প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরুল ইসলাম, আল্লামা শাহ আহমদ শফীর প্রেস সচিব মাওলানা মুনির আহমদ, বেফাকের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ আবদুল জলিল প্রমুখ।

তরুণ আলেমদের থেকে উপস্থিত থাকবেন, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি আমিমুল ইহসান, মাওলানা নেয়াতুল্লাহ আমিন, মুফতি এনায়েতুল্লাহ, মুফতি সাঈদ আহমদ, মাওলানা জহির উদ্দিন বাবর, মাসউদুল কাদির, গাজী মুহাম্মদ সানা উল্লাহ, আলী হাসান তৈয়ব, মাওলানা মিরাজ রহমানসহ তরুণ প্রজন্মের চিন্তাশীল আলেমরা।

অনুষ্ঠান উপস্থাপনা করবেন আওয়ার ইসলামের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান ও বাচিক শিল্পী আবু সাঈদ জোবায়ের।

আরআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ