আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, মানবিক কারণে কিছু রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হচ্ছে। মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া হবে। সকালে মিরপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মিয়ানমারের রাখাইনে সেনা নির্যাতনের কারণে ২ মাসে ১০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটির শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি রাখাইনে বিরূপ পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের সংখ্যা দিন দিন বাড়ছে।
পূর্ববর্তী সময় গুলোতে রোহিঙ্গা মুসলমানরা রাখাইনে মানবতাবিরোধী অপরাধের শিকার হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ।
এম কে