শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৪ রমজান ১৪৪৬


ইসরাইলে টিভি চ্যানেল হ্যাক করে আজান সম্প্রচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

baitul-aqsaআওয়ার ইসলাম: গত মঙ্গলবার ইসরাইলের দু’টি বেসরকারি টিভি চ্যানেলের সিস্টেম হ্যাক করে আজান সম্প্রচার প্রচার করা হয়। এ সময় টিভি স্ক্রিনে মসজিদুল আকসাসহ ইসলামের পবিত্র স্থানগুলোর ছবি দেখানো হয়।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইসরাইলের টিভি চ্যানেল টু এবং টেনের সম্প্রচার মঙ্গলবার রাতে ৩০ সেকেন্ডের জন্য হ্যাক করা হয়। ৩০ সেকেন্ডের এই সম্প্রচারে হ্যাকাররা, ‘ইসরাইলের সৃষ্ট অগ্নিকান্ড আল্লাহর একটি শাস্তির বার্তা’ বলে প্রচার করে।
উল্লেখ্য, ইসরাইল পার্লামেন্টে আইন পাসের মাধ্যমে ফজর এবং এশার আজান মাইকে প্রচার করার ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: জিও টিভি নিউজ উর্দূ

এম কে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ