শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি নিজের হাতে আইন তুলে নিলে কঠোর ব্যবস্থা, পুলিশ হেডকোয়ার্টার্স উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে'

সীমান্ত খুলে দিতে প্রাইভেট মাদরাসা এ্যাসোসিয়েশনের আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

privet-madrasaআওয়ার ইসলাম:   বার্মার সরকারের স্পষ্ট মদদে বঞ্চিত ও নিপীড়িত রোহিঙ্গাদের ওপর কালের এই জঘন্যতম নির্যাতনের প্রতিবাদে ফুঁসে উঠে সারা বিশ্ব। প্রতিবাদ ঝড়ের সেই আসন্ন হাওয়া বাংলাদেশও উঠে। একে একে সরব হয় বিভিন্ন সংগঠন। প্রতিবাদের কাতারে আজ যোগ হয়েছে সামাজিক সংগঠন প্রাইভেট মাদরাসা এ্যাসোসিয়েশন বাংলাদেশ।

আজ এক মানববন্ধনের মধ্য দিয়ে শুরু হয় সংগঠনটির আনুষ্ঠানিক প্রতিবাদ। দুপুর ১২টা থেকে ০১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে পালিত হয় সংগঠনটির  মানববন্ধন কর্মসূচি। ৩০০ গজ দীর্ঘ এই মানববন্ধনে অংশ গ্রহণ করে ইমাম খতিব মুয়াজ্জিন মুসল্লিসহ সকল স্তরের আমজনতা।

প্রাইভেট মাদরাসা এ্যাসোসিয়েশন বাংলাদেশ এর সভাপতি মাওলানা কারী মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন মুফতি ওহিদুল ইসলাম, মাওলানা শাহাবুদ্দিন সরকার, মাওলানা মুফতি যুল হাসান হাবিব।  এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ফজলুল হক ছিদ্দিকী, মাওলানা মাহদী হাসান, মুফতি মাওলানা কাওসারসহ আরো অনেক ওলামায়েকেরাম।

মানববন্ধনের প্রধান অতিথি ছিলেন শাইখুল হাদীস মাওলানা আজিমুদ্দীন। তিনি তার বক্তৃতায় বার্মায় মুসলিম নির্যাতনের বিবরণ দিয়ে সরকারের কাছে অতিদ্রুত সীমান্ত খুলে দেয়ার  আহবান জানান। তিনি বলেন, নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়িয়ে মানবতাকে রক্ষা করুন।তিনি আরো বলেন, বাংলাদেশের আপামর জনতা তাদের গ্রহণ করার জন্য প্রস্তুত। সরকারের মাধ্যমে জাতিসংঙ্ঘের দ্বারা বার্মার মুসলমানদের শান্তিময় সমাধানের দাবী করেন।

সংগঠনের মহাসচিব মুফতি নেয়ামতুল্লাহ আমিন তার বক্তৃতাকালে বলে আপনি সীমান্ত খুলে দিন। মদীনার আনসারদের মতো বাংলাদেশের জনগণ তাদেরকে গ্রহণ করবে। ওরা আমাদের জাতি ভাই। ধর্মীয় ভাই। তাদের নির্যাতনে আমাদেরকে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও ঈমানি দায়িত্ব। মানববন্ধনের শেষে বক্তৃতা করেন প্রধান অতিথি শাইখুল হাদীস মাওলানা আজিমুদ্দীন।অবশেষে তিনি দোয়া ও মুনাজাতের মাধ্যমে মানববন্ধন শেষ করেন।

এবিআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ