শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

কাস্ত্রো স্মরণে যা লিখলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kastro-and-prim-ministerআওয়ার ইসলাম: কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  শোক প্রকাশ করে কিউবায় এক লিখিত বার্তা পাঠিয়েছেন।

কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রোকে পাঠানো সেই শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেন,  কিউবান নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে আমি খুবই দুঃখিত। বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনার, আপনার মাধ্যমে সেই পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি এবং কিউবার জনগণের প্রতি আমাদের শোক জ্ঞাপন করছি।

১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ফিদেল কাস্ত্রোর সহযোগিতা ও সমর্থনের কথা গভীর সম্মানের সঙ্গে স্মরণ করছি।

ফিদেল কাস্ত্রো এবং আমার বাবা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব ভালো বন্ধু ছিলেন। ১৯৭৩ সালে আলজিয়ার্সে জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনে আমার বাবাকে জড়িয়ে ধরে একটি আবেগপূর্ণ কথা বলেছিলেন ফিদেল কাস্ত্রো। তিনি বলেছিলেন, আমি হিমালয় দেখিনি। কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসের দিক থেকে তিনিই হিমালয়। এভাবেই হয়েছে আমার হিমালয় দর্শন।

দুই নেতার মধ্যে এমন গভীর বন্ধুত্ব এবং পারস্পরিক সম্মানই আমাদের দুই দেশকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে একসাথে কাজ করতে উদ্বুদ্ধ করেছে। কিউবার এমন এক মহান নেতা, সরকার এবং জনগণের সমর্থন তখন সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের নানান চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য খুবই জরুরি ছিলো। বাংলাদেশের মানুষ সবসময় তাকে ভালোবাসা ও শ্রদ্ধাভরে স্মরণ করবে।

তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

 

শেখ হাসিনা।

এবিআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ