শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

৬টি মেগা প্রকল্প উদ্বোধন করলেন বাদশা সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

badsha_salmanমোরাদ খান: দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান সৌদি আরবের দাম্মামে ৬ টি মেগা প্রকল্প উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এসব প্রকল্প উদ্বোধন করেন তিনি।

বাদশা সালমানের দাম্মাম আগমন উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বক্তৃতায় তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে, এই অঞ্চলের মানুষদের ধন্যবাদ জানাই। যাদের মাঝে নিজেকে খুঁজে পাই তাদের এমন আতিথেয়তার জন্য আমি সবসময় আনন্দিত।

বাদশা সালমানের উদ্বোধন করা মেগা প্রকল্পগুলোর অন্যতম হলো, কিং আবদুল আজিজ সেন্টার, যা বিশ্ব সংস্কৃতি, সৃজনশীলতা ও নতুনত্বের পাশাপাশি ভিন্ন ভিন্ন সংস্কৃতির মাঝে যোগাযোগ তৈরি করবে। এটি গবেষণাধর্মী প্লাটফর্ম যা সৌদি অর্থনীতির পাশাপাশি নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তির সাথে সমন্বয় করতে সহযোগিতা করবে।

এছাড়াও তিনি অন্যান্য প্রকল্পের মধ্যে উদ্বোধন করেন, রাজা কুরাইশ তেলক্ষেত্র, যা বিশ্বের আবিষ্কৃত সর্বশেষ তেল ক্ষেত্র। ম্যানিয়া তেলক্ষেত্রের অশোধিত তেল উৎপাদন বৃদ্ধি, বাদশা সালমান জুবাইল শিল্প নগরী, ওয়াসিত গ্যাস প্রকল্প এবং শায়বাহ অশোধিত তেলক্ষেত্র।

 

বাদশা সালমান বলেন, রাজ্যের ভিশন ২০৩০ এর পরিকল্পনায় শক্তি এবং সৌদি অর্থনীতির শক্তি প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, এই ভিশনটি রাজ্যের প্রসার এবং ব্যাপক সম্ভাবনার দ্বার উম্মোচন করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বাদশা সালমানের সঙ্গী হিসেবে ছিলেন মদীনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালসান।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রিন্স মুহাম্মদ বিন নায়েফ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্ণর প্রিন্স সৌদ বিন নায়েফ।

প্রিন্স সৌদ বিন নায়েফ রাজাকে স্বাগত জানান এবং তার এই রাজকীয় সফর এ আনন্দ প্রকাশ করেন।

সূত্র: আরব নিউজ

আরআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ