আওযার ইসলাম: পাক সেনার গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম বাজওয়া তার এক টুইট বার্তায় এই দাবি করেন বলে জানিয়েছে আইএএনএস। ওই টুইটের বরাত দিয়ে ভারতীয় এই সংবাদ সংস্থা বলছে, রাখচাকরি সেক্টরের আগাহি পোস্টে পাকিস্তান সময় বিকাল পৌনে ৫টার দিকে একটি ‘ভারতীয় কোয়াডকপ্টারকে’ গুলি করে ভূপাতিত করা হয়।
জিও নিউজ বলছে, ভারতীয় কোয়াডকপ্টারটি পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে প্রায় ৬০ মিটার ভেতরে আসার পর সেটিকে টার্গেট করে পাকিস্তানি বাহিনী।
আগাহি পোস্টের কাছে ড্রোনটি ভূপাতিত হওয়ার পর পাক সেনারা সেটিকে কুড়িয়ে নেয় বলছেন অসীম বাজওয়া।
তবে পাক সেনাদের হাতে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে এখনও পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত শুক্রবার পাকিস্তান তাদের সমুদ্র অঞ্চলে একটি ভারতীয় ডুবোজাহাজ আসে দাবি করে তাদের নৌবাহিনী সেটি তাড়া করে ফেরত পাঠায় বলে দাবি করলেও তা নাকচ করে ভারত।