শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

তাকে অামরা কিছুই দিতে পারিনি, এই অক্ষমবোধটাই বিবেককে তাড়িত করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী মোহাম্মাদ সানাউল্লাহ
টিভি অালোচক ও মাদরাসা শিক্ষক

gaji_sanaullahমাওলানা অাবদুল জব্বার সাহেবের মৃত্যু মানতে একটু কষ্ট হচ্ছে। যদিও একথা চির সত্য, জীবন-মৃত্যু কেবল অাল্লাহরই হাতে। তবু মনটা যেন কেমন করে উঠে। বলতে চায়, তিনি অারও কটা দিন থেকে গেলে ভাল হত।

তার সারা জীবনের মেহনত ছিল, কওমি সনদের সন্মানজনক মান। এ বিষয়টা তো এখন একটি পর্যায়ের দিকে যাচ্ছে। তিনি যদি তার সপ্নের এ সফলতার বিষয়টি দেখে যেতে পারতেন! কতই না ভাল হত!

অাবার মনের কোনে একটি উৎকণ্ঠাও দানা বাঁধে। তার মত এমন নির্মল চরিত্র, নির্লোভ সত্তা অার অদম্য কর্মচঞ্চল অারেকটি মানুষকি খুব সহজেই অামরা পাব। জানি না। এর সঠিক উত্তর অামার জানা নেই। তবে একথা দৃঢ়তার সাথে উচ্চারণ করা যায়, যে মানুষ যায়, তেমনটি অার অাসে না এ ধরায়।

যাই হোক, বেফাক অামাদের প্রাণের প্রতিষ্ঠান। অাশা-প্রত্যাশা ও স্বপ্নের সবুজ ভূবন। বেফাকের প্রতিটি অঙ্গনে হজরতের অবদান অামরা অনুভব করি হৃদয় গভীর থেকে। পরিশেষে দেশের অগণিত মানুষের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে অামিও বলব, বেফাকুল মাদারিসিল অারাবিয়ার প্রতি নিজ সন্তানোচিত যে মমতাবোধ নিয়ে মাওলানা অাবদুল জব্বার রহ. নিরলস খেদমত করেছেন- অামৃত্যু এটি অামাদের জন্য জীবনবোধের একটি অনন্য শিক্ষা হয়ে থাকবে।

মহান রাব্বে কারিমের কাছে বিনম্র নিবেদন, এ লোকটিকে দুনিয়াতে অামরা কিছুই দিতে পারিনি। না সন্মান। না প্রতিদান। অারহামুর রাহিমিন যেন, তাকে জাযায়ে খায়ের দান করেন। জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করেন। অামিন।

আরআর

বেফাককে তিনি শক্ত হাতে গড়ে তুলেছেন: আল্লামা আনোয়ার শাহ

সহবতকাঠিতে চিরনিদ্রায় মাওলানা আবদুল জব্বার


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ