বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


গুরুত্বপূর্ণ তিন পদে মুসলিমবিদ্বেষীকেই বেছে নিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump_31205_1479533140আওয়ার ইসলাম: গুরুত্বপূর্ণ  তিন পদে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন মুসলিম ও অভিবাসনবিরোধীকেই বেছে নিয়েছেন।

দেশটির নতুন অ্যাটর্নি জেনারেল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও গোয়েন্দা সংস্থা সিআইএ'র নতুন পরিচালক নির্বাচন নির্বাচন করেছেন ট্রাম্প।

নতুন দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভিন্ন সময় মুসলিম বিদ্বেষী ও অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের অভিযোগ রয়েছে। খবর দ্য গার্ডিয়ান, রয়টার্স, সিএনএনের।

শুক্রবার নতুন নিয়োগপ্রাপ্তদের বিষয়ে ঘোষণা আসে। এতে বলা হয়, সিনেটর জেফ সেসনকে অ্যাটর্নি জেনারেল, মাইক পোম্পিওকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি-সিআইএ'র পরিচালক এবং সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাইক ফ্লিনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ট্রাম্পের অন্তর্বর্তীকালীন প্রশাসন পরিচালনা পর্ষদ এই তিনজনকে নির্বাচন করার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন।

নির্বাচিত তিনজনই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনে কাজ করার আহ্বানে সাড়া দিয়েছেন বলে জানা গেছে।

জেফ সেসনকে বেছে নেয়ার বিষয়ে বলা হচ্ছে, ট্রাম্পের প্রতি আনুগত্যের উপহার স্বরূপ অ্যাটর্নি জেনারেলের পদ পেয়েছেন তিনি।

সেসন বিভিন্ন সময় অভিবাসন বিষয়ে মন্তব্য করেছেন, যা ট্রাম্পের অভিবাসন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এছাড়া যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী বিরোধী হিসেবে তিনি পরিচিতি। অবৈধ অভিবাসী ঠেকাতে মেক্সিকো বর্ডারে দেয়াল তুলে দেয়ার পক্ষেও সরব রয়েছেন তিনি।

বৈধ অভিবাসনের বিপক্ষেও তার মন্তব্য বেশ বিতর্কের সৃষ্টি করেছিল। সেসনের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ