বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬

শিরোনাম :
লাখো রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ‘শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের মৌলিক মানবাধিকার’ বাংলাদেশী রেমিটেন্সযোদ্ধাদের সম্মানে কাতার সরকারের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে মহাখালীর সাততলা বস্তিতে তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার

কাশ্মীরের নয়া জাতীয় সংগীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmir_mapআওয়ার ইসলাম: মুজাফফরাবাদে কাশ্মীরীদের জন্য নতুন জাতীয় সংগীত চালু করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নয়া এই জাতীয় সংগীতটি ভারতের অধিকৃত কাশ্মীরীদের বর্তমান পরিস্থিতির ওপর প্রভাবিত হয়ে লেখা হয়েছে।

‘কাশ্মীর যা, পাকিস্তানও তা
এ উপত্যকা
এটা ভূস্বর্গ
তার ভাগ্যই এখন স্বাধীনতা।’

এই শব্দগুলো তাদের নয়া সংগীতের বাক্যাংশ। এর প্রযোজক প্রসিদ্ধ অভিনেতা মঈন আখতারের ছেলে ওমর আহসান। আরকিউ জিউনস মিডিয়ার পক্ষ থেকে সংগীতটি রেকর্ড করা হয়েছে।

সংগীতটি চালু করার প্রাক্কালে সংবাদ সংস্থা ডনের সঙ্গে আলোচনা করেন প্রযোজক ওমর আহসান। তিনি বলেন, ‘ভারতীয় বাহিনীর সীমাহীন বর্বরতা এবং কাশ্মীরীদের অদম্য প্রতিরোধ আমাকে কাশ্মীরীদের পক্ষে জাতীয় সংগীত লিখতে অনুপ্রাণিত করেছে।

ওমর আহসান এমবিএ করার পর বর্তমানে সাইকোলজিতে ডক্টরেট করছেন। যখন পাকসেনা সন্ত্রাস বিরোধী প্রচারভিযান শুরু করে তখন তিনি এর পক্ষে সাতটিরও বেশি সংগীত পরিবেশন করেন।

ওমর আহসান বলেন, ‘আমি ভারতের অধিকৃত কাশ্মীরী জনতার ওপর কেস প্যালেট এবং নির্বিচারের ফায়ারিংয়ের ছবি দেখে আমার ভেতরে তাদের জন্য মমতা জাগ্রত হয়। আর সেই তাগিদেই কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামের পক্ষে তাদের জাগিয়ে তুলতে একটি জাতীয় সংগীত লেখার কথা চিন্তা করি। আমি এটা ভেবে আশ্চর্য হই যে, কাশ্মীরীদের কোনো জাতীয় সংগীত নেই।

সূত্র: ডন নিউজ উর্দু।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ