শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

কওমি মাদরাসা দেশ, জাতি ও ইসলামের সেবা করে যাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী

khelafat3বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, বেফাকুল মাদারিস এর যুগ্ম মহাসচিব মাওলানা মুফতী মাহফুজুল হক বলেছেন, নিজস্ব স্বকীয়তা বজায় রেখে যুগ যুগ ধরে কওমি মাদরাসা দেশ, জাতি ও ইসলামের সেবা করে যাচ্ছে, কওমি মাদরাসা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষার অতন্দ্র প্রহরী। কওমি শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান করুণা নয়, এটা তাদের প্রাপ্য অধিকার, সে স্বীকৃতি হতে হবে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণমুক্ত, সর্বজন শ্রদ্ধেয় ওলামায়ে কেরামের নেতৃত্বে স্বীকৃতি হবে, উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ ছাড়া স্বীকৃতি নয়।

তিনি গতকাল ১০ নভেম্বর বৃহস্পতিবার জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরসা মিলনায়তনে উলাময়ে কেরাম ও কওমী মাদরাসা প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেটের শতাধিক আলেম উলামা অংশ গ্রহণ করেন। জামেয়া মাদানিয়া কাজির বাজার এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুছার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, গহরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, হবিগঞ্জ বেফাক সভাপতি মাওলানা আব্দুল্লাহ, হাফিজ মাওলানা রশিদ আহমদ, মাওলানা মুফতী শফিকুর রহমান, শিক্ষা সচিব জামেয়া মাদানিয়া, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা শিব্বির আহমদ, মুহতামীম জামেয়া মাদানিয়া বিশ্বনাথ, ফতেহপুর মাদরাসা মুহতামিম মাওলানা আব্দুস ছামাদ, মাওলানা নূর উদ্দিন, মুফতী হাবিবুর রহমান জামেয়া আরাবিয়া মৌলভীবাজার, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা এমরান আলম প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ