আওয়ার ইসলাম: ইসরাইলের বাহিনী আজ(বুধবার) অধিকৃত ফিলিস্তিনে আরো এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে । জর্দান নদীর পশ্চিম তীরে এ বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটেছে।
তরুণ ফিলিস্তিনি ছুরি দিয়ে হামলা চালাতে চেয়েছিল বলে অভিযোগ করেছে ইহুদিবাদী ইসরাইল। জর্দান নদীর পশ্চিমতীরে হাওয়ারা শহরের কাছে এ তরুণকে হত্যা করা হয়।
সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলি বাহিনীর হামলায় ব্যাপক সংখ্যক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। নিহত ফিলিস্তিনিরা হামলা করতে চেয়েছিল বা হামলা করেছিল বলে একই ভাবে দাবি করেছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী।
ইহুদিবাদী ইসরাইলি হত্যা জন্য গুলি করার যে নীতি গ্রহণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো তার কঠোর সমালোচনা করেছে। তারা বলেছে, তেল আবিবের এ নীতি অনেক মৃত্যুর কারণ হয়ে উঠেছে।
এদিকে জর্দান নদীর পশ্চিম তীর ও আল কুদস বা পূর্ব জেরুজালেমে অভিযান চালিয়ে ইসরাইলি বাহিনী ১৫ ফিলিস্তিনিকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের দুই সদস্যও রয়েছেন।
এফএফ