শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

সায়ীদ উসমানের কিশোর কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saeed_usman

মনের বনের পাখি

আয়রে আমার মনের বনের পাখি
যাসনে উড়ে
বেশি দূরে
করুন সুরে
রাত দুুপুরে
তারে আমি বারে বারে ডাকি!
আয়রে আমার মনের বনের পাখি!!

তবু পাখি হেসে হেসে
ডানা মেলে উড়তে থাকে
হাওয়ার ভেলায় ভেসে ভেসে
মেঘের মতো ঘুরতে থাকে-
সে কেবলই আমাকে দেয় ফাঁকি-

তবু তারে বারেবারে ডাকি!
আয়রে আমার মনের বনের পাখি!!

তারে দেখার আশায় আমি
পাহাড় চূড়ায় উঠি নামি
জানে আমার অন্তর্জামী
সে জীবনের চেয়ে দামি

আয় পাখি আয় দিন বেশি নেই বাকি!
আয়রে আমার মনের বনের পাখি!!

 

প্রিয় নবি

প্রিয় নবি শুয়ে আছেন কোন সে সুদূর দূরে
সেই সে সুদূর দূরে আমার মন চলে যায় উড়ে

মন নবিজীর রওজাপাকে
দিন রজনী পড়ে থাকে
নবির প্রতি দুরুদ সালাম পাঠায় সুরে সুরে
প্রিয় নবি শুয়ে আছেন কোন সে সুদূর দূরে

আমার হৃদয় মন একেলা
দিন রজনী সারা বেলা
নূর মদিনার পথের পরশ নেয় সে ঘুরে ঘুরে
প্রিয় নবি শুয়ে আছেন কোন সে সুদূর দূরে

নূর মদিনার পথের মাটি
কী মধুময় কী যে খাঁটি
দূর মদিনা নূর মদিনা বাজে হৃদয়জুড়ে
প্রিয় নবি শুয়ে আছেন কোন সে সুদূর দূরে

 

বৃদ্ধাশ্রম

ও খোকা তুই কেমন আছিস ভালো আছিস নাকি!
খোকার খবর যা শুনিয়ে ওরে দূরের পাখি!!
আসবে খোকা ডাকবে মা ডাক পথ যে চেয়ে থাকি!!!
ও খোকা তুই কেমন আছিস ভালো আছিস নাকি!!!!

সেই যে কবে রেখে গেলি এলি না তো আর
খোকা তোরে দেখার আশায় বুকে হাহাকার
তুই ছড়া এই পৃথিবীতে আমার তো কেউ নাই
এ আশ্রমে বন্দি আমি তোরে কেথায় পাই!
আয় খোকা আয় দিন চলে যায় অশ্রু ঝরায় আঁখি!
ও খোকা তুই কেমন আছিস ভালো আছিস নাকি!!

আমার খোকার অসুখ নাকি, তার হয়েছে জ্বর?
নইলে কেনো আসে না সে আমি কি তার পর?
না দেখে সে থাকতে পারে কিন্তু আমি মা
আমার খোকার মুখ না দেখে থাকতে পারি না
আয়রে খোকা মায়ের কাছে আমি তোরে ডাকি!
ও খোকা তুই কেমন আছিস ভালো আছিস নাকি!!

সে সব দিনের কথা কী তোর মনে পড়ে খোকা
তুই ছিলি খুব সহজ সরল লাজুক মত বোকা
আমায় ছাড়া অন্য কিছু বুঝতি না দিনরাত
আমায় ছাড়া কারো হাতে খাসনি যে তুই ভাত
সেই মাকে আজ থাকিস ভুলে দিস কি মাকে ফাঁকি!
ও খোকা তুই কেমন আছিস ভালো আছিস নাকি!!!!

এইচএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ