শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

নাসিরনগরের ঘটনা স্বাধীনতাবিরোধী চক্রের কাজ: ১৪ দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

14dalআওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট মর্মাহত ও উদ্বিগ্ন। তারা বলেছেন, নাসিরনগরের ঘটনা স্বাধীনতাবিরোধী চক্ররাই ঘটিয়েছে। দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্যে এ ধরনের  ঘটনা ঘটিয়েছে তারা।

রবিবার সকাল সাড়ে ১১ টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

তিনি আরও বলেন, জনগণের প্রতি আমরা আহ্বান জানাবো, তারা অতীতে যেভাবে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নাশকতা, সহিংসতা, জ্বালাও-পোড়াও প্রতিহত করেছে এবারও ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করবে। জনগণ ইতোমধ্যে নেত্রকোনার একটি ঘটনা প্রতিরোধ করেছে। আমরা প্রশাসনকে বলবো, এ ধরনের ঘটনা মোকাবিলায় আরও কঠোর হতে।

প্রশাসনের যেসব কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করারও আহ্বান জানান ১৪ দলের এই সমন্বয়ক।

সোমবার নাসিরনগর পরিদর্শন করবে ১৪ দল

এই জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম আরও জানান, আগামীকাল সোমবার ১৪ দলের একটি প্রতিনিধিদল নাসিরনগরে সংখ্যালঘুদের ক্ষতিগ্রস্ত বাসাবাড়ি ও মন্দির পরিদর্শনে যাবেন। এ দলে নেত্বত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক ও সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ