শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা

‘আমি যদি হাফেজ হতে পারতাম!’ উপজেলা নির্বাহী অফিসারের আকুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fulpur3ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী তার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসায় আয়োজিত মীলাদ মাহফিলে মুনাজাতপূর্ব সমাবেশে আফসোস করে বলেন, আহ! আমি যদি হাফেজ হতে পারতাম।

১ নভেম্বর অনুষ্ঠানে বাচ্চাদের সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াতে মুগ্ধ হয়ে তিনি বলেন, আমি যদি হাফেজ হতে পারতাম! তাহলে কতই না ভাল হতো। তোমাদের মত ছোট্ট থাকতে আরবি পড়িনি বলে এখন আফসোস লাগে। তোমরা ভালভাবে পড়বে। এর মধ্যে অনেক সাওয়াব রয়েছে।

বক্তৃতার এক পর্যায়ে বাবার কথা স্মরণ করে আবেগে তার চোখ ছলছল করে ওঠে। বাবার রূহের মাগফিরাত কামনা করে তিনি সকলের নিকট দোয়া চান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্থানীয় বিএনপি নেতা শফিকুল ইসলাম, সাংবাদিক নাজিম উদ্দিন, নুরুল আমিন, বিল্লাল হোসাইন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা নাজমুল হাসান, ক্বারী হারুনুর রশিদ, মাওলানা আবুল বাশার, আবু বকর সিদ্দিক, হযরত আলী, মজিবর খান, আজিজুল হক, জালাল উদ্দিন, দুলাল প্রমুখ।

মুনাজাত পরিচালনা করেন, এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান।

এর আগে খতমে কুরআন, যিকির আযকার ও দুরুদ পাঠ করা হয় এবং মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে ছাত্রদের লেখাপড়ার গুণগত মান সম্বন্ধে ধারণা দেয়া হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে মানপত্র প্রদান করা হয়। মানপত্র পাঠ করেন, হাফেজ মুস্তাকীম বিন আব্দুল মান্নান।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ