শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

যে কোনো সময় বেফাকের সাথে বসতে প্রস্তুত আছি: মাওলানা রুহুল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mamunul-haqআওয়ার ইসলাম: আজ শনিবার বিকেলে ঢাকার উত্তরায় তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সাথে বৈঠককালে মাওলানা রুহুল আমিন বলেন, বেফাকের নিয়মতান্ত্রিকভাবে দায়িত্বপ্রাপ্তদের সাথে বসতে কোনো আপত্তি নেই। যে কোনো সময় যে কোনো স্থানে বসতে প্রস্তুত আছি।

ফেসবুক একটিভিস্ট সংগঠন চেতনায় কওমি মাদরাসার প্রতিনিধিরা কওমি মাদরাসা সনদের স্বীকৃতির প্রশ্নে বড়দের পরস্পর দূরত্ব কমানোর মানসিকতা নিয়ে তার ব্যক্তিগত কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলানা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসাইন, মাওলানা হাসান জামিল, মুফতি এনায়েতুল্লাহ, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান এবং মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

মাওলানা রুহুল আমিন আরও বলেন, বাংলাদেম কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক অফিসিয়াল রেজ্যুলেশনের মাধ্যমে বা বেফাকের চেয়ারম্যান আল্লামা আহমদ শফীর নির্বাচিত প্রতিনিধিদের সাথে গহরডাঙ্গার বোর্ডসহ বাকি সবাই বসতে রাজি আছে। নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে জানালে আমি দায়িত্ব নিয়ে সব বোর্ডের প্রতিনিধিদের নিয়ে বসতে চাই।

তিনি সংশয় প্রকাশ করে বলেন, যদি বেফাক দায়িত্বশীল প্রতিনিধি চূড়ান্ত না করে, মিডিয়া বা অন্য যে কেউ প্রশ্ন তুলবে তারা আসলেও বেফাকের প্রতিনিধি কি না। এবং দায়িত্বপ্রাপ্ত না হলে বৈঠকে বসেও কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। ফলপ্রসূ বৈঠক করতে হলে বেফাককে অফিসিয়ালভাবে দায়িত্বশীল প্রতিনিধি চূড়ান্ত করতে হবে।

এফএফ

http://ourislam24.com/2016/11/05/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ