
জানা যায়, চাক্কাটিলা গ্রামের আবদুল হাশেম ও জাহাঙ্গীর মিয়ার মধ্যে দীর্ঘদিন থেকে জায়গা নিয়ে বিরোধ চলছিল। আবদুল হাশেম স্থানীয় চাক্কাটিলা জামে মসজিদের সভাপতির দায়িত্বে আছেন। পঞ্চায়েতের বেশ কিছু মানুষ তাকে সভাপতি থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছিল। এ নিয়ে শুক্রবার উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে জাহাঙ্গীরের লোকজন হাশেমের লোকজনদের ওপর হামলা চালায়। এতে হাশেম, আমির হোসেন ও কাশেমসহ ৫ জন এবং অপরপক্ষের দু’জন আহত হন বলে জানা যায়।
এআর