শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ফরীদ উদ্দীন মাসঊদের সাথে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত; লাখ আলেমের ফতোয়ার প্রশংসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

singapurআওয়ার ইসলাম: সিঙ্গাপুরের পরররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী ড. মুহাম্মদ মালিকি বিন উসমান বলেছেন, আগামী দিনের শিশুদের জন্যই শান্তির পৃথিবী বিনির্মাণ করতে হবে। তিনি সিঙ্গাপুর ও বাংলাদেশের আলেমদের যৌথ মতবিনিময়ে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সিঙ্গাপুরে আমরাও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের এক লাখ আলেমের স্বাক্ষরিত ফতোয়া বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনেক বড় অবদান।

জনাব মালিকি মানবকল্যাণে শান্তির ফতোয়ার একটি প্রতিকি কপিও আনুষ্ঠানিকভাবে আল্লামা মাসঊদের হাত থেকে গ্রহণ করেন।

প্রথম বারের মতো বাংলাদেশ সফরে এসে ২৬ অক্টোবর ২০১৬ বুধবার বিকালে সিঙ্গাপুরের এই পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর জামিআ ইকরা বাংলাদেশ পরিদর্শন, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের সঙ্গে একান্ত বৈঠক ও শীর্ষ আলেমদের সঙ্গে মতবিনিময়কালে সিঙ্গাপুর পরররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী ড. মুহাম্মদ মালিকি বিন উসমান সভায় এসব কথা বলেন।

বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত মতবিনিময় সভাপতির আলোচনায় সিঙ্গাপুরের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, সিঙ্গাপুরের একজন মন্ত্রী আমাদের আঙিনায় আসায় আজকে ঈদের মতো লাগছে। ড. মালিকির আগমন সিঙ্গাপুর ও বাংলাদেশের জনগণের মধ্যে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে। শান্তিপ্রতিষ্ঠায় আমরা সবাই একমত ও ঐকমত্যে ভিত্তিতে এগিয়ে যেতে চাই।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাওলানা শামসুল হুদা খান, মুফতি আবদুল কাইউম খান, মুফতি গোলামুর রহমান, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আবদুর রহীম কাসেমী, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা ব্যারিস্টার জুনুদ উদ্দীন মাকতুম, মুফতি ইবরাহীম শিলাস্থানী, মাওলানা সদরুদ্দীন মাকনুন প্রমুখ।

অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, সিঙ্গাপুরের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত জনাব চেন হেন উইন, ঢাকায় দায়িত্বপ্রাপ্ত কনসূল ডেইরি লিও, মি. উইলিয়াম চেক, টেরেন্স টেন।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ