মুহাম্মদ মাহবুবুল হক
কওমি সনদের স্বীকৃতি গ্রহণ নিয়ে এক সময় বিতর্ক থাকলেও এখন নেই।স্বীকৃতি গ্রহণে কওমি অঙ্গনের সকল উলামায়ে কেরাম বর্তমান সময়ে ঐক্যবদ্ধ। দেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম কওমি মাদ্রাসা শিক্ষা।এ শিক্ষা ধারার শিক্ষার্থীদের সনদের কোন সরকারি স্বীকৃতি নেই। দেশের নাগরিক হিসাবে কওমি মাদ্রাসার ছাত্রদের সনদের সরকারী মান পাওয়া তাদের অধিকার।দুঃখজনক ব্যাপার হলো, কওমি শিক্ষার সনদের স্বীকৃতি সরকার দেয়নি।দিতে চাইলেও জটিলতা থাকায় কওমি কর্ণধাররা স্বীকৃতি নিচ্ছেন না।
বর্তমানে সনদের স্বীকৃতি ইস্যুতে নানা নাটকীয়তা চলছে।চলমান সময়ে স্বীকৃতি গ্রহণ নিয়ে বিতর্ক না থাকলে ও স্বীকৃতি গ্রহণের প্রক্রিয়া নিয়ে অযাচিত মতবিরোধ চলছে। সাধারণ কওমি মহল প্রক্রিয়া নিয়ে মতবিরোধের অবসান চায়।বেফাকসহ সকল আঞ্চলিক বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের এক টেবিলে সমঝোতা-সংলাপের মাধ্যমে সনদের স্বীকৃতি বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে হবে।কওমির লাখ লাখ শিক্ষার্থীর গণদাবী সনদের স্বীকৃতি বাস্তবায়নে শীর্ষ আলেমদের বাস্তবসম্মত কার্যকর পথে হাটতে হবে।কওমি ছাত্রদের স্বপ্ন -প্রত্যাশা যেন এবার ভঙ্গ না হয়।
লেখক: শিক্ষক, জামিআ ফারুক্বিয়্যাহ,সিলেট
এফএফ