বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


হাজার নেতার ত্যাগেই আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ashrafআওয়ার ইসলাম: হাজার হাজার নেতার আত্মত্যাগেই আওয়ামী লীগ গঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি।

সৈয়দ আশরাফ বলেন, ‘আজকে আওয়ামী লীগ যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। আওয়ামী লীগকে ধ্বংসের জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি। কোনোদিন যাবেও না।’

বক্তব্যের শুরুতেই সৈয়দ আশরাফ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। একই সঙ্গে তিনি পঁচাত্তরে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্য এবং জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়। হাজারো শহীদের রক্ত, জাতির পিতার রক্ত, চার নেতার রক্ত, হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগে গড়া এই দল। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যে অনুভূতির সৃষ্টি হয়েছিল সেই অনুভূতির নামই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, ভাষার জন্য আন্দোলন করেছে। গণতান্ত্রিক আন্দোলন করেছে।’

এর আগে সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণের পর পায়রা উড়িয়ে দলের ২০তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ