বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


সুশিক্ষা ও সততা নিয়ে মানুষকে বেড়ে উঠার ব্যবস্থা করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mufti faizullah copyআওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেছেন, কওমী মাদ্রাসায় নয় জীবন-বিনাশী হিংস্র মানুষ বেড়ে উঠছে অন্যান্য শিক্ষালয়ে। সম্প্রতি খাদিজা আক্তার নার্গিসকে বীভৎস,নৃশংস এবং প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টা করলো যে  হিংস্র জীব সে এসেছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে।

সময়ের দাবি হচ্ছে, সুশিক্ষা প্রদান করে মানুষকে সত্যপথ এবং সততা নিয়ে বেড়ে উঠার ব্যবস্থা করতে হবে, কুশিক্ষার পথভ্রষ্টতাও দুর্বৃত্ত রূপে বেড়ে উঠার পথ রুদ্ধ করে দিতে হবে।শিক্ষা আইন ১৬' বাতিল করতে হবে।

আজ বাদ আসর ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুফতী ফয়জুল্লাহ একথা বলেন। বক্তব্য রাখেন, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী,মাওলানা আনসারুল হক ইমরান,শাহেদুর রহমান,সাঈদুর রহমান প্রমুখ।

মুফতী ফয়জুল্লাহ  আরো বলেন, মানব জীবনে হেদায়াত লাভের চেয়ে গুরুত্বপূর্ন কোন ইস্যু নেই। শিক্ষার মূল কাজটিই হচ্ছে হেদায়াত লাভের সামর্থ ও শক্তি বাড়ানো। ইসলামী শিক্ষা কোনটি জান্নাতের পথ, কোনটি জাহান্নামের পথ তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। শিক্ষার প্রকৃত গুরুত্ব তো এখানেই। তাই দেশ ও জাতি বাঁচাতে সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থায় বিপ্লব আনতে হয়। শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

তিনি সবাইকে দীন কায়েমের জন্য আন্তরিক প্রচেষ্ঠার সাথে সাথে মহান আল্লাহর সাহায্যের জন্য দু"আ, মুনাজাত করার আহবান জানান।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ