শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

অন্যের প্রশংসা কেন করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jazakallahআওয়ার ইসলাম: কারো প্রশংসা করতে আমরা প্রায়ই কার্পণ্য করে থাকি৷ স্বীকৃতি বা প্রশংসা শুধু কাজে উৎসাহই দেয়না, মানসিকভাবেও একজন মানুষকে করে শক্তিশালী৷ এমনটাই বলছেন জার্মান মনশ্চিকিৎসক৷

স্বীকৃতি মানসিক শক্তি দেয়

রোজগারের জন্য বা নিজের ঘরে কত কাজই না মানুষকে করতে হয়৷ তবে কিছু কাজের স্বীকৃতি বা প্রশংসা কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয়৷ তাছাড়া মানসিকভাবে সুস্থ থাকা বা শক্তিশালী হওয়ার জন্যও এই স্বীকৃতিটুকু দরকার৷ প্রশংসা, স্বীকৃতি মনের শক্তি জোগায়৷ একথা জানান জার্মান মনশ্চিকিৎসক ও লেখক ভল্ফগাং ক্র্যুগার৷

প্রশংসা গ্রহণ করুন

অনেকে আবার প্রশংসা সহজভাবে গ্রহণ করতে পারেন না৷ যেমন ‘‘এই ড্রেসটা খুব সুন্দর, তোমাকে খুব মানিয়েছে-’’ এরকম প্রশংসার উত্তরে কেউ কেউ হয়তো খুশি না হয়ে পাল্টা বলেন, ‘‘ড্রেসটা খুব সস্তায় কিনেছি৷’’ এরকম উত্তর আসলে দুঃজনক৷ এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ, ‘‘বরং আনন্দিত হয়ে, মিষ্টি হেসে বলুন, ‘ধন্যবাদ’৷ এতে প্রশংসাকারীও কিন্তু খুশি হবেন৷ তাছাড়া প্রশংসা কিন্তু সম্পকর্কে মজবুতও করে৷’’

কর্মক্ষেত্রে স্বীকৃতি

পদোন্নতি বা বেতন না বাড়লেও অনেকেই কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজ করে থাকেন৷ এতে লাভবান হয় কোম্পানি বা অফিসই৷ তাই এ ক্ষেত্রে একটু প্রশংসা বা কাজের স্বীকৃতি কর্মীদের কাজের আগ্রহ বাড়িয়ে দিতে পারে৷ অন্যথায় কাজের আগ্রহ কমে এক সময় মানসিকভাবে অসুস্থ হতে পারেন৷ দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে দ্বিতীয়টিই ঘটছে আজকাল বিশ্বের প্রায় সর্বত্র৷

প্রশংসা করা কী শেখা যায় ?

অবশ্যই শেখা যায়৷ ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, সহকর্মী বা প্রতিবেশীদের মধ্যে কার কী গুণ আছে তা নিয়ে আলোচনা করুন৷ মাঝে মধ্যে অবশ্যই সেগুলো নিয়ে প্রশংসা বা ইতিবাচক মন্তব্য করতে পারেন৷ তবে অন্যের ভুল-ক্রুটি নিয়ে আলোচনা না করে বরং গঠনমূলক সমালোচনা করা যেতে পারে, কারণ, এতে সকলেরই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে৷

প্রশংসা সকলের জন্যই

পরিবারের মধ্যে একে অপরের ভুল-ত্রুটি ধরার প্রবণতা লক্ষ্য করা যায়৷ বরং এর বদলে মাঝে মাঝে প্রশংসা করতে পারেন, দেখবেন, এতে একে অপরের মধ্যে সম্পর্ক মধুর হবে, সহজ হবে৷ জানান ডা. ক্র্যুগার৷

সন্তানের প্রশংসা করতে দ্বিধা করবেন না

অনেক মা-বাবা আছেন, যাঁরা সহজে নিজের সন্তানের প্রশংসা করতে চান না৷ মাঝে মধ্যে সন্তানের ভালো দিকগুলোর প্রশংসা করুন, দেখবেন এতে নিজেরাও প্রশংসিত হবেন৷ আর এতে সম্পর্কও হবে সহজ, সুন্দর৷

সূত্র: ইন্টারনেট


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ