বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬

শিরোনাম :
সাবেক এমপি সোলাইমান সেলিম রিমান্ডে জিকির ও আত্মশুদ্ধি উভয়টাই করতে হবে : মাওলানা আবু সাবের আব্দুল্লাহ লাখো রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ‘শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের মৌলিক মানবাধিকার’ বাংলাদেশী রেমিটেন্সযোদ্ধাদের সম্মানে কাতার সরকারের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে মহাখালীর সাততলা বস্তিতে তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম

রাশিয়া-মিশরের যৌথ মহড়া শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rassia-misshorআওয়ার ইসলাম: রাশিয়া ও মিশরের সামরিক বাহিনীর এয়ারবোর্ন ইউনিট যৌথ মহড়া শুরু করেছে। মিশরের মাটিতে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং আফ্রিকা মহাদেশে রাশিয়ার পক্ষ থেকে এই প্রথম এ ধরনের সামরিক মহড়া চালানো হচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মরুভূমির পরিবেশে রাশিয়া ও মিশরের বিমান সেনারা অবৈধ সন্ত্রাসী গোষ্ঠীকে চিহ্নিত এবং ধ্বংস করার মহড়া চালাবে। ‘ডিফেন্ডার্স অব ফ্রেন্ডশিপ ২০১৬’ নামের মহড়া শনিবার থেকে শুরু হয়েছে এবং আগামী ২৬ অক্টোবর পর্যন্ত চলবে।

মিশরের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, “মিশরের মাটিতে রাশিয়া এই প্রথম এমন ধরনের মহড়ায় অংশ নিচ্ছে। রুশ বাহিনীর সঙ্গে আমাদের অভিজ্ঞতা ভাঘাবগি করতে আমরা প্রস্তুত রয়েছি।” মহড়ায় অংশ নিতে রুশ সামিরক বাহিনী সেনা এবং সাঁজোয়া যানসহ ১০০ টন সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। পাঁচটি আইএল-৭৬ সামরিক বিমানে করে এসব সরঞ্জাম নেয়া হয়েছে।

গত সপ্তাহে মিশর ও রাশিয়া সামরিক মহড়া চালানোর বিষয়ে একমত হয় এবং এরপর দ্রুতই সে মহড়া শুরু হলো। অনেকে ধারণা করছেন, সিরিয়া ইস্যুতে আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার প্রেক্ষাপটে রাশিয়া ভূমধ্যসাগরীয় এলাকায় শক্তি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে এ মহড়া শুরু হয়েছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ