শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

প্রয়োজনে আমি কমিশন থেকে সরে দাঁড়ানো, তবু স্বীকৃতি হোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masudআওয়ার ইসলাম: ইকরা বাংলাদেশের পরিচালক ও শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ বলেছেন, কওমি মাদরাসার স্বীকৃতি বিষয়ে অনেকে আমাকে নিয়ে প্রশ্ন তুলেন। বলেন, আমার কারণে নাকি স্বকীয়তা বজায় রেখে স্বীকৃতি হচ্ছে না। কিন্তু আমি বুঝি না, তারা কেন আমাকে প্রতিপক্ষ মনে করেন। তারা যদি এমনটাই মনে করেন যে, আমার কারণে স্বীকৃতি হচ্ছে না, তাহলে প্রয়োজনে আমি নিজেই কমিশন থেকে সরে দাঁড়াবো। তবুও চাই কওমি মদরাসার সরকারি স্বীকৃতি বাস্তবায়ন হোক।

বৃহস্পতিবার আমাদেরসময় ডটকমকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।

কওমি মাদরাসার স্বীকৃতি বিষয়ে নানারকম মতামত ঘুরছে। বেফাকের বৈঠক থেকে দেশের শীর্ষ স্থানীয় আলেমগণ মাওলানা ফরীদ উদ্দীন মাসউদের দিকে আঙ্গুল তুলেছেন। সরকারকে আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, কারো প্ররোচনায় স্বীকৃতি দিলে তা আমরা মানব না। এছাড়াও সরকার কমিশন গঠনে শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং বেফাকের প্রস্তাবনাকে পাশ কাটানো হয়েছে।

এসব নিয়ে প্রশ্ন করা হলে মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ ওই সাক্ষাৎকারে বলেছেন, তাদের মতামত নিয়েই কমিটি করা হয়েছে। পাশ কাটানো হয়নি। তবে সরকার যে পরিবর্তন করেছে সেখানে তার কোনো হাত নেই বলে জানান মাওলানা মাসউদ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ