মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

শান্তিতে নোবেল পেলেন সান্তোস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

santoshআওয়ার ইসলাম: চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। শুক্রবার নরওয়েতে নোবেল কমিটি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।

কলম্বিয়ায় দীর্ঘ ৫২ বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটিয়ে বিদ্রোহী গোষ্ঠী ফার্ক গেরিলাদের সঙ্গে শান্তি চুক্তিতে উপনীত হন প্রেসিডেন্ট সান্তোস।

চার বছর ধরে আলোচনা করে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে  এ চুক্তি করায় শান্তি পুরস্কার কমিটি তার প্রশংসা করেন।

কলম্বিয়ার দীর্ঘ সংঘাতে এ পর্যন্ত দুই লাখ ৬০ হাজার মানুষ নিহত এবং কমপক্ষে ৬০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

কিন্তু গত মাসে স্বাক্ষরিত শান্তি চুক্তিটি গণভোটে সংখ্যাগরিষ্ঠ কলিম্বিয়ানের সমর্থন পায়নি।

তবে শান্তি পুরস্কার কমিটির প্রধান কাচি কুলমান পুরস্কার ঘোষণার সময় বলেন, কলম্বিয়ার ভোটাররা চুক্তিকে না বললেও শান্তিকে না বলেননি।

পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) পাবেন হুয়ান ম্যানুয়েল সান্তোস। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ