মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

ভারতীয় সেনাক্যাম্পে হামলা; নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

senakapmআওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কুপওয়ারা জেলার একটি সেনা ক্যাম্পে আজ বৃহস্পতিবার খুব ভোরে হামলার ঘটনা ঘটেছে। ভারতের এনডিটিভি, দ্যা হিন্দু এবং দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসহ বহু সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। ৩০ রাষ্ট্রীয় রাইফেলসের ব্যাটালিয়ন সদরদপ্তরে এ হামলা হয়।

এসব মাধ্যম বলছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন সন্দেহভাজন গেরিলা নিহত হয়েছে। এনডিটিভি'র খবরে দাবি করা হয়েছে, ‘নিহত গেরিলাদের কাছ থেকে কিছু খাদ্য ও ওষুধ উদ্ধার করা হয়েছে যাতে পাকিস্তানের সিল মারা আছে। এই যোদ্ধারা ভারী অস্ত্রে সজ্জিত হয়ে পাকিস্তান থেকে কাশ্মিরে আসে।’

দ্যা হিন্দুর খবরে বলা হয়েছে, ‘ভোর ৫টার দিকে গেরিলারা ক্যাম্পে হামলা করে এবং ১৫-২০ মিনিট তা স্থায়ী হয়। সেনারা বিশেষভাবে সতর্ক ছিল এবং সহজেই হামলা ব্যর্থ করে দিয়েছে।’ বন্দুকযুদ্ধ বন্ধের পরপরই ক্যাম্পের আশপাশে তল্লাশি অভিযান শুরু হয়।

গত পাঁচদিনের মধ্যে কাশ্মিরের ভারতীয় সেনা ক্যাম্পে এ নিয়ে দ্বিতীয়দফা হামলা হলো। রোববার বারামুলা জেলার একটি সেনা ক্যাম্পে একই ধরনের গেরিলা হামলায় অন্তত এক সেনা নিহত ও একজন আহত হয়েছিল।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ