শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বেফাকের ওলামা সম্মেলনের ব্যাপক প্রস্তুতি চলছে; কৃত্রিম সংকট থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

befaqআওয়ার ইসলাম: পূর্ব ঘোষিত কওমি সনদের স্বীকৃতি বিষয়ে পরামর্শ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক) আগামী ১৭ অক্টোবর জাতীয়ভাবে ওলামা-মাশায়েখ সম্মেলনের ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক। তিনি জানান, কওমি মাদারাসার প্রতিনিধিত্বশীল আলেম, মাদারাসার মুহতামিম, তৃণমূলের সব আলেম উলামাদের মতামত নেওয়ার জন্য আল্লামা শা্হ আহমদ শফীর নেতৃত্বে সারা দেশ একত্রিত হবে।

প্রস্তুতি কোন পর্যায়ে জানতে চাইলে বেফাকের এই নেতা বলেন, দেশব্যাপী কয়েকটি টিমে সফর চলেছে, দাওয়াতনামা পৌছানো ও শীর্ষ আলেমদের সঙ্গে যোগাযোগ চলছে, অফিসিয়াল হোম ওয়ার্কসহ ব্যাপক প্রস্তুতি চলছে। সম্মেলনটি ঢাকার আরজাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হবে। সম্মেলনে আল্লামা শাহ আহমদ শফীর উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে।

বেফাকের বাইরে অন্যান্য আঞ্চলিক বোর্ডের নেতৃবৃন্দ এবং কওমি মাদ্রাসাসমূহের জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় আলেমদেরও কওমি সনদের বিষয়ে পরামর্শদানের জন্যে আমন্ত্রণ জানানোর বলে হবে জানিয়েছেন আয়োজকরা। সবার মতামতের ওপর ভিত্তি করেই সুপারিশনামা তৈরি করবে বেফাক।

নাম প্রকাশ না করার শর্তে বেফাকের দায়িত্বশীল আরেকজন আলেম বলেন, অতি সম্প্রতি স্বীকৃতিকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছে, তা অনেকটা কৃত্তিম সংকট। উড়ে এসে জোড়ে বসার মতই অনেকটা। নিয়মতান্ত্রিকতা বা ধারাবাহিকতা নেই তাদের কর্মকাণ্ডে। দু চারটি স্কুল-মকতব নিয়ে জাতীয় বোর্ডের ঘোষণা হস্যকর বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আল্লামা শাহ আহমদ শফী ও বেফাকের নেতৃত্বে সারা দেশ ঐক্যবদ্ধ আছে ও থাকবে। সম্মেলনের পরই কৃত্রিম সংকট কেটে যাবে।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ