সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

সঞ্জনন আবৃত্তি চর্চা কেন্দ্রের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sanjananবশির ইবনে জাফর

দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ঢাকা এর তত্বাবধানে পরিচালিত সঞ্জনন আবৃত্তি চর্চা কেন্দ্রের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী কলেজ অডিটোরিয়ামে উদযাপিত হয়েছে।

কলেজ অধ্যক্ষ জনাব সাহাদাত হুসেন রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি মু. শাহ নেওয়াজ প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্জনন আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্যরা একক ও দলীয় আবৃত্তি উপস্থাপন করেন। মদন মোহন তর্কালঙ্কারের দেশাত্মবোধক কবিতা ‘পাখি সব করে রব’ দিয়ে সঞ্জনন এর আবৃত্তি শুরু হয়। ছাত্র সমাজের প্রতিনিধি নিহত সোহাগী জাহান তনুর উপর বিশেষ আবৃত্তি উপস্থাপনও করা হয় অনুষ্ঠানে।

এছাড়াও দেশের অন্যতম সংগঠন গণছায়া সাংস্কৃতিক ফোরামের সদস্যরা আবৃত্তি উপস্থাপন করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন জাতীয় আবৃত্তিকার, আবৃত্তি সংগঠক জনাব মাহিদুল ইসলাম মাহি। তার অসাধারণ ও হৃদয়কাড়া উপস্থাপনায় অডিটোরিয়ামে এক স্বপ্নজগতের আবহ বিরাজ করে। “তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি” অমর কবি সুনীল গঙ্গোপাধ্যায় এর এই কবিতা আবৃত্তিতে সকলের মাঝে ছড়িয়ে পড়ে নিজের জীবনের না পাওয়া যত যন্ত্রণা, যত সংস্কৃতি, যত বন্ধনা।

এছাড়াও সদ্য প্রয়াত সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক এর মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও নিরবতা পালন করা হয়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ