শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

থ্যাংকস মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saimumসাইমুম সাদী

ফরিদ উদ্দীন মাসউদ সাহেব গতকাল থেকে যেসব কথা বলছেন তা রীতিমত উৎসাহব্যঞ্জক।

আল্লামা আহমদ শফীর পায়ের সমতুল্য আমার মাথাও না, এই ধরনের কথাবার্তার অপেক্ষায় ছিলাম অনেকদিন যাবত।

এসব কথা কেউ বলে না। তিনি বললেন। ভাল লাগল।

সবাই 'আমিই শ্রেষ্ট' এইটা প্রমাণ করতেই গলদঘর্ম হয়ে যাই।

কিছু লোকের মনে হয় সারাদিন কাজ একটাই, আমার দল শ্রেষ্ট, আমার নেতার মত নেতা নাই এসব কথা বলতে বলতে হয়রান।

আরে বেকুব তর দলই একমাত্র এইকথা তর বউকে জিজ্ঞেস কর, মানবে?

মনে তো হয়না।

আমার পরিচিত এক সিনিয়র ভাইকে বলেছিলাম বউকে জিজ্ঞেস করার কথা। অবশ্য তিনি ছিলেন ভার্সিটির লেকচারার এবং বাম লাইনের রাজনীতি করতেন।

বউ কথা শুনে বলল, তোমার দল ভাল কিনা জানিনা কিন্তু তোমার মত ছাগল যে দলে আছে সেটাকে ছাগইওল্যা পার্টী ছাড়া কিইবা বলার আছে!!!

শুনে দুজনে হেসেছিলাম অনেকক্ষণ।

আসল কথা হল আমরা নিজেরাও বুঝি নিজ দলের কথা, দলের নেতার অবস্থান কি তা, কিন্তু ওই যে ব্রেইনটা ওয়াশ করা হয়ে গেছে তাই শেষমেশ এইটা ছাড়া কিছুই ব্রেইনে আসেনা।

রাজনীতি যদি আপনার ব্রেইনকে ওয়াশ করে দেয় তাহলে আপনি আকাশের নীল দেখতে পাবেননা, জোস্নার রূপ, অন্ধকারের রূপ কিছুই দেখতে পাবেন না।

আর তাই কখনো কখনো মনে হয় আইডিওলোজিক্যাল পালিটিকস আমাদের চোখে এমন একটা গগলস পরিয়ে দেয় যা শুধু দেখায় আমিই শ্রেষ্ঠ।

শাহবাগি মাওলানা বলেন আর যাই বলেন তার পজিটিভ এই কথাগুলো আমাদের চর্চা করা প্রয়োজন আমাদের স্বার্থেই।

থ্যাংকস মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।

আরো পড়ুন: আল্লামা আহমদ শফীর পায়ের সমতুল্য আমার মাথাও না -ফরিদ উদ্দীন মাসঊদ

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ