শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

মরা গরু না সরানোয় অন্তঃসত্ত্বার পেটে লাথি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

cow_indiaআওয়ার ইসলাম: গরুর মরদেহ সরাতে রাজি হননি বলে এক অন্তঃসত্ত্বা দলিত নারীর পেটে সজোরে লাথি মারার ঘটনা ঘটেছে  ভারতের গুজরাটে। রাজধানী আহমেদাবাদ থেকে ১৮০ কিলোমিটার দূরে গুজরাটের মোটা কারগা গ্রামে গত শুক্রবার ঘটনাটি ঘটেছে বলে নিগৃহীতার পরিবার জানায়।

তারা বলেন, ওই দিন স্থানীয় ঠাকুর সম্প্রদায়ের কয়েকজন ওই মহিলার বাড়িতে এসে তাকে ঠাকুরদের বাড়িতে পড়ে থাকা গরুর মরদেহ সরাতে বলে। কিন্তু ওই দলিত মহিলাটি তাতে রাজি হননি।

অন্তঃসত্ত্বা হওয়ায় বেশ কিছু দিন আগেই ওই সব কাজ করা তিনি ছেড়ে দিয়েছেন বলে বাড়িতে আসা ঠাকুর সম্প্রদায়ের লোকজনদের জানান তিনি। আর তাতেই তারা চটে যান।

কিছুক্ষণ কথা কাটাকাটির পর ঠাকুররা তাদের বাড়িতে ফিরে যায়। তারপর দলবল আরও বাড়িয়ে কিছুক্ষণের মধ্যেই তারা ফিরে এসে চড়াও হয়।

হামলাকারীরা ওই দলিত মহিলা ও তার বাড়ির লোকজনদের বাঁশ দিয়ে পেটাতে শুরু করে। মাটিতে ফেলে সঙ্গীতা নামের ওই অন্তঃসত্ত্বা দলিত মহিলার পেটে লাথি মারে তারা। তাকে বাঁশ দিয়েও পেটানো হয়।

হাসপাতালে ওই দলিত মহিলা জানান, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তার পেটে লাথি মারা হয়েছে, মাটিতে ফেলে তাকে বাঁশ দিয়েও পেটানো হয়েছে। এর পরেই তার রক্তক্ষরণ হতে শুরু করে।

তিনি আরও জানান, তার স্বামী নীলেশকেও বেধড়ক মারধর করা হয়। আধ ঘণ্টা ধরে মারধর করে ফিরে যায় ঠাকুর সম্প্রদায়ের লোকজন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ