সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


প্রতিবন্ধী ভক্তের জন্য নেইমারের ভালোবাসা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

neimar■ শামীম হোসেন

গত শনিবার রাতে লা লিগার খোলায় স্পোর্টিং জিগনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। এ দিন প্রিয় দলের খেলা দেখতে মাঠে এসেছিলেন ২২ বছর বয়সী অস্ট্রিয়ান সমর্থক শারীরিক প্রতিবন্ধী সার্জিও গঞ্জালেজ। তবে তিনি বার্সা তারকা নেইমারেরও ভীষণ ভক্ত।

এ দিন ম্যাচ চলাকালীন প্রিয় তারকা নেইমারকে বারবার হাত তুলে ইশারা করছিলেন গঞ্জালেজ। নেইমারও বিষয়টি এড়িয়ে যাননি। তাই তো ম্যাচ শেষে সোজা চলে গেলেন ভক্তের দিকে। গঞ্জালেজের হাতে তুলে দিলেন নিজের গায়ের জার্সি।

স্বপ্নের তারকার জার্সি পেয়ে আবেগে কেঁদেই ফেললেন গঞ্জালেজ। এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারিনি, নেইমার এটা (জার্সি দেবেন) করবেন। খেলা শেষে আমার বোন বলেছিলেন, ‘চলো যাই।’ কিন্তু আমি বলেছিলাম, নেইমারকে না দেখে আমি মাঠ ছাড়বো না। কিছুক্ষণ পর দেখলাম, নেইমার আমার দিকে আসছেন। তিনি আমার হাতে হাত রেখেছিলেন।’

তিনি আরও বলেছেন, ‘নেইমারের দেওয়া জার্সিটা আমি শোকেসে রেখে দেবো, যাতে সবসময় সেটা দেখতে পারি। নেইমার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার জীবনে এমন একটা ঘটনা, যা আমি কখনও ভুলবো না।’

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ