শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


যুদ্ধ হলে পাকিস্তানের পক্ষে থাকবে চিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-chinaআওয়ার ইসলাম: ভারত পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের প্রতি নিজেদের সমর্থন রাখার কথা জানাল চিন। এমনকি কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের পক্ষেই আছে চীনের অবস্থান।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আয়োজিত এক বৈঠকে লাহোরের নিযুক্ত চীনের কনসাল জেনারেল ইয়ু বোরেন এ কথা জানান।

ইয়ু বোরেন বলেন, ‘যে কোনো আগ্রাসন মোকাবিলায় আমাদের দেশ পাকিস্তানকে সহযোগিতা করবে।’

পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’ জানিয়েছে, গতকাল শুক্রবার ছিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের জন্মদিন। আর জন্মদিনে শুভেচ্ছা জানান কনসাল জেনারেল ইয়ু বোরেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

চীনের পক্ষ থেকে ইয়ু বোরেন বলেন, ‘কাশ্মীর ইস্যুতে আমরা পাকিস্তানের পক্ষে আছি। কাশ্মীরে (ভারতশাসিত) নিরস্ত্র মানুষের ওপর অত্যাচার করার কোনো যুক্তিই নেই। কাশ্মীরের মানুষের মতামতের ওপর ভিত্তি করেই কাশ্মীর সমস্যার সমাধান করা প্রয়োজন।’

ভারতশাসিত কাশ্মীরে কয়েক মাস ধরেই চলছে অস্থিরতা। আর চলতি মাসে কাশ্মীরের উরি এলাকায় এক হামলায় ১৮ জন ভারতীয় সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। আর এর জবাবও ভারত দেবে বলে হুমকি দিয়েছে।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ