
আজ শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইমনের বাবার নাম সাইদুল ইসলাম ও মায়ের নাম রানু বেগম। ইমন তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিল। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও চমকপুর গ্রামে।
সে কাওরান বাজারের জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানার হিফজ বিভাগের ছাত্র ছিল।
ইমনের চাচাত ভাই নূর আলম জানান, ইমন জুমার নামাজ আদায় করে রাস্তার ওই পারে বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়ায় তার বাড়ি ফিরছিল। কারওয়ান বাজারের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কে রাস্তা পারাপারের সময় ওয়েলকাম পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তেজগাঁও থানার এসআই মাইকেল মনিক জানান, জুমার নামাজ পড়ে বাসায় ফেরার পথে ওই শিশুকে ধাক্কা দেয় ওয়েলকাম পরিবহনের একটি গাড়ি। এসময় বাসটি দ্রুত চলে যাওয়ার সময় শিশুটি চাকার নিচে পিষ্ট হয়।
আম্বর শাহ মাদরাসার অফিস সহকারী মোঃ নাসির জানান, ইমন তাদের মাদরাসার হিফজ বিভাগের আবাসিক ছাত্র ছিল। ঈদের কারণে মাদরাসা ২৬ তারিখ পর্যন্ত বন্ধ থাকায় সে মাদরাসার কাছে বাসায় ছিল। শিশু ইমন কুরআনের তিন পাড়ার হাফেজ ছিল বলে জানান তিনি।
আরআর