শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

চীনের প্রথম মহাকাশ স্টেশন নিয়ন্ত্রণ হারিয়েছে ; পৃথিবীতে আছড়ে পড়বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চীনের প্রথম মহাকাশ স্টেশন তিয়ানগোং-১ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এটি কক্ষচ্যুত হয়ে আগামী বছর পৃথিবীর বুকে আছড়ে পড়বে। চীনের প্রথম মহাকাশ স্টেশন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বেইজিং।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া বলেছে, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এটি নিশ্চিত করেনে চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচীর উপ পরিচালক উ পিং। ২০১২ সালে ২৯ সেপ্টেম্বর মডিউল এই মহাকাশ স্টেশনকে মহাশূন্যে ছোঁড়া হয়েছিল। আট টন ওজনের মানুষহীন মহাকাশ স্টেশনটি লম্বায় ১০.৪ মিটার এবং মূল অংশের ব্যাসার্ধ ৩.৩৫ মিটার। কথা ছিল, নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর এটিকে কক্ষচ্যুত করা হবে। তারপর একে মহাসাগরে ফেলে দেয়া হবে বা পৃথিবীর আবহমণ্ডলে ঢোকার পর পুড়ে ছাই হয়ে যাবে।

কিন্তু চীনা কর্মকর্তারা এখন বলছেন, ২০১৭ সালের শেষ দিকে এটি পৃথিবীর দিকে যেতে শুরু করবে। অবশ্য এটা পৃথিবীর কোন অঞ্চলে  আছড়ে পড়বে সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেন নি চীনা কর্মকর্তারা।

মহাকাশযানকে পৃথিবীকে ফিরিয়ে আনতে গেলে আবহমণ্ডলে ঢোকার  পর প্রচণ্ড তাপ সৃষ্টি হয়। এ কারণে কাজটি বেশ জটিল হয়ে ওঠে। উ পিং বলেছেন, হিসাব ও বিশ্লেষণের ভিত্তিতে ধারণা করা হচ্ছে আবহমণ্ডল দিয়ে তীব্র গতিতে নামার সময়ে বায়ুর সঙ্গে প্রচণ্ড ঘর্ষণের ফলে মহাকাশ স্টেশনের বেশির ভাগ অংশই জ্বলে-পুড়ে নিঃশেষ হয়ে যাবে।

চীনা মহাকাশ সংস্থা বলেছে,  তিয়ানগোং-১’র ওপর নজরদারি অব্যাহত থাকবে এবং আছড়ে পড়ার আসন্ন আশংকা দেখা দিলে হুঁশিয়ারি জানানো হবে।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ