
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ অভিযোগ গঠন করেন।
মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
এ সময় আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে গাড়ি ভাঙ্গচুর, অগ্নি সংযোগ ও পুলিশকে হত্যা চেষ্টা করা হয়। এ ঘটনায় একই থানায় মামলাটি দায়ের করে পুলিশ। ২০১৩ সালে ঢাকার সিএমএম আদালতে ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
আরআর