শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই 

মাংস রান্নায় আলু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-mangshoআওয়ার ইসলাম : মাংসে অনেকে আলু পছন্দ করেন না। কিন্তু কারো কারো আবার মাংসে আলু না হলে চলেই না। আলু মিশিয়ে মাংস রান্না করার রেসিপি জেনে নিন।

যা যা লাগবে

গরুর মাংস ১ কেজির সাথে
১/ পেঁয়াজ বড় সাইজ ২টি (কাটা) ২/মাঝারি আলু ৭-৮টি ৩/আদা বাটা ১ টেবিল চামচ ৪/রশুন বাটা ১ টেবিল চামচ ৫/লাল মরিচ বাটা ১ টেবিল চামচ ৬/হলুদ গুঁড়া ১ চা চামচ ৭/ধনিয়া আর জিরা বাটা ১ টেবিল চামচ ৮/পোস্ত বাটা হাফ টেবিল চামচ ৯/গরম মশলা বাটা ১ চা চামচ ১০/গোটা গরম মশলা ৩টি ১১/এলাচি দারুচিনি ৩টি ১২/লবঙ্গ-তেজপাতা-গোল মরিচ ৩টি করে ১৩/সরিষা আর সয়াবিন তেল মিক্স হাফ কাপ ১৪/লবণ স্বাদমতো ১৫/কাঁচা মরিচ ৬/৭টি ১৬/ধনেপাতা (ইচ্ছেমতো)

যেভাবে রান্না করবেন
মাংস কেটে ভালোমতো ধুয়ে একটি বড় পাত্রে নিন। এবার মাংসের সাথে একে একে পেঁয়াজ-আদা-রশুন বাটাসহ সব মশলা, লবণ এবং ২ টেবিল চামচ তেল দিয়ে মেরিনেড করে রাখতে হবে ১৫-২০ মিনিট। ১৫-২০ মিনিট পর একটি হাঁড়িতে বাকি তেল গরম করে নিতে হবে। তেল গরম হলে মাখা মাংস থেকে কয়েকটা পেঁয়াজ তেলে দিতে হবে।

পেঁয়াজ হালকা বাদামি হলে মাংসগুলো তেলে ঢেলে দিতে হবে। খুব সামান্য পানি দিয়ে মাংস মাখানো বাটিটা ধুয়ে পানি মাংসে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ৭-৮ মিনিট ঢেকে রাখতে হবে। ৭-৮ মিনিট পর মাংস থেকে পানি বের মাঝারি আঁচে কষাতে হবে।

কষানো হলে ২-৩ কাপ পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রাখতে হবে এক থেকে দেড় ঘণ্টা। এরপর আলু দিয়ে কষাতে হবে। লবণ দেখে নিতে হবে। আধা ঘণ্টা পর আলু আর মাংস সেদ্ধ হয়ে আসলে কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে ঢেকে দিতে হবে আরও ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর নামিয়ে নিতে হবে।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ