আওয়ার ইসলাম : দুই মাসের ব্যবধানে ৭৪ কেজির প্রতি বস্তা লবণে দাম বেড়েছে ৪শ' টাকারও বেশি। আর এক বছরের ব্যবধানে প্রতি বস্তায় দাম বেড়েছে প্রায় ৮শ’ টাকা। লবণের মূল্যবৃদ্ধির কারণে এবার কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ব্যয় বেড়ে যাবে। ফলে লবণের এই বাড়তি দামের কারণে চামড়ার দাম পড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কারণ লবণের বাড়তি দাম সমন্বয় করতে কম দামে চামড়া কিনতে হবে।
লবণের মূল্য বৃদ্ধির কথা বলে গত বছরের চেয়ে এবার চামড়ার দাম ১০ শতাংশ হারে কম নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। গত বছর কোরবানির ঈদে প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকায় সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিলো। এবার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫০ টাকা। গত বছর ঢাকার বাইরে ছিল প্রতি বর্গফুট চামড়ার দাম সর্বোচ্চ ৪৫ টাকা, এবার সেখানে ধরা হয়েছে সর্বোচ্চ ৪০ টাকা।
জানা গেছে, সাধারণত কোরবানির ঈদ শুরু হওয়ার মাসখানেক আগেই লবণ কেনা শুরু করেন চামড়া ব্যবসায়ীরা। কিন্তু এবার দাম বেশি থাকায় অনেকেই চাহিদামতো লবণ কিনতে পারেননি।
এফএফ