শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

নিজ হাতে কুরবানি দেবেন মুশফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যেকোনো উৎসব-পার্বণে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভুল করেন না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এবারও তার ব্যত্যয় ঘটেনি। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে মুশফিক শুধু ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাননি, দিয়েছেন মূল্যবান কিছু পরামর্শও। সেই সঙ্গে জানিয়েছেন, এবারের ঈদে নিজের হাতেই কোরবানি দেবেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

ফেসবুক লাইভে শুরুতে শুভেচ্ছা জানিয়ে মুশফিক বলেন, ‘হ্যালো, আসসালামু আলাইকুম। কুরবানির ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমার মতো যাঁদের ওপর কুরবানি ওয়াজিব হয়েছে, তাঁরা অবশ্যই কুরবানি দেবেন। নিজ হাতে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমিও নিজ হাতেই কোরবানি দেব।’

কুরবানির তাৎপর্য সম্পর্কে পরামর্শ দিয়ে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘ঈদ আনন্দের, আসুন আমরা সবাই মিলে পরিবার আত্মীয়সজন, গরিব-মিসকিনদের সঙ্গে নিয়ে ঈদের আনন্দটা ভাগাভাগি করি। আর কুরবানি দেওয়ার সময় অবশ্যই লক্ষ লাখবেন, পশুর রক্ত ও ময়লা-আবর্জনা অবশ্যই পরিষ্কার করবেন। মাটিতে পুঁতে ফেলুন, না হয় পানি দিয়ে ধুয়ে ফেলুন।’

আসন্ন আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলেন, ‘সামনে আমাদের আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে খেলা। সবার কাছে দোয়া চাইব, যেন ঘরের মাঠে এই দুটি সিরিজে সাফল্য পাই। তা ছাড়া তাসকিন আহমেদ ও আরাফাত সানির জন্য দোয়া চাই। তারা বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে অস্ট্রেলিয়া থেকে আজই (সোমবার) দেশে ফিরেছে। তারা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে।’

টঙ্গীর একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা জানিয়ে মুশফিক বলেন, ‘টঙ্গীতে যে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক মানুষের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর যাদের মৃত্যু হয়েছে আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন সেই দোয়া করি।’

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ