শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

খুনের মিছিলে আরেক ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

imam_sylhetজাহেদ আহমদ জেহিন; সিলেট

দীর্ঘ হয়ে চলেছে খুনের মিছিল। গত কিছুদিন ধরে একের পর এক হত্যার শিকার হচ্ছেন ইমামরা। এবার সেই মিছিলে যোগ হলেন মাওলানা আবদুর রহমান।

নিহত মাওলানা আবদুর রহমান উসমানী নগর থানার সাদীপুর ইউপির দক্ষিণ মোবারকপুর গ্রামের মসজিদের ইমাম ছিলেন। তিনি সিলেটের মোগলাবাজার থানার সোনাপুর গ্রামের আব্দুল বারির ছেলে।

প্রত্যাক্ষদর্শীদের বর্ণনা মতে, বৃহস্পতিবার সকালে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে এলে ইমাম সাহেবের রুম তালাবন্ধ দেখেন। কয়েকজন জানালা দিয়ে দেখতে পান ইমাম সাহেবের লাশ ঝুলছে। হাত ও পা উভয়ই বাঁধা।

মুসল্লিদের ধারণা, শাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে ইমাম আবদুর রহমানকে।

উসমানি নগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের বড় ভাই জনউদ্দিন বলেন, তার ভাইকে হত্যা করা হয়েছে। তাকে নৃশংশভাবে খুন করা হয়েছে- যা পরিকল্পিত বলেই মনে হয়। আমরা এ হত্যার দ্রুত বিচার চাই।

ওসমানী নগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বলেন, নিহত ইমামের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তার হাত পা বেঁধে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে তদন্তের পর জানা যাবে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই একের পর এক ইমাম খুনের ঘটনা ঘটছে। যেসব রহস্যের কোনোটির কুল কিনারা এখন হয়নি। গত ১৬ আগস্ট কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় উছমানপুর ইউনিয়নের কোণাপাড়া এলাকায় মিজানুর রহমান খোকনের (২৮) লাশ পাওয়া যায়। তিনি কোণাপাড়া জামে মসজিদের ইমাম ও স্থানীয় একটি মক্তবের আরবির শিক্ষক ছিলেন।

এ ঘটনার মাত্র ৪ দিন পরই ময়মনসিংহের ভালুকায় হোসেন আলী ওরফে ছেলামত মুন্সী (৮০) নামে মসজিদের এক সাবেক ঈমামকে মাগরিবের নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে দা দিয়ে ঘার ও পিঠে উপর্যুপরি কুপিয়ে খুন করা হয়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ