শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

গুলশানে আতঙ্ক; পুলিশ ঘিরে রেখেছে একটি বাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গুলশান-১ নম্বরে ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান এলজির শো রুমে ৪ জন অজ্ঞাত অস্ত্রধারী প্রবেশ করেছেন। এলজি’র কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। এ নিয়ে পুরো এলাকায় আবারো জঙ্গি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এরপর বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ অভিযান শুরু করবে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।

ধারণা করা হচ্ছে, ওই ৪ অজ্ঞাত ব্যক্তি অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশে সেখানে প্রবেশ করেছে। পুলিশের পক্ষ থেকে তাদেরকে জঙ্গি হিসেবেও সন্দেহ করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, এলজি’র শো রুমের নিচেই ব্র্যাক ব্যাংকের বুথ। পাশে এনসিসি ব্যাংক। বিপরীতে বেসরকারি মোবাইল অপারেটর রবি’র অফিস। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি সতর্কাবস্থায় দেখা গেছে র‌্যাব সদস্যদের।

গুলশান থানার ডিউটি অফিসার এসআই মহিদুল ইসলাম জানান, ডাকাত কিংবা জঙ্গি সদস্যদের ডাকাতির পরিকল্পনা হিসেবে ধরে নিয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। পুলিশ প্রস্তুতি নিচ্ছে সেখানে অভিযান চালানোর। এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

গুলশান বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানান, এখন ব্যস্ত আছি। এলজিতে অভিযান চালানো হবে বলে কল কেটে দেন তিনি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ