শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা

নির্দিষ্ট জায়গায় কোরবানী করতে বাধ্য করা যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

14247655_1126450784100925_1648957448_o copyআওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর নেতৃবৃন্দ বলেছেন, নির্দিষ্ট জায়গায় কোরবানী করতে বাধ্য করা যাবে না। দেশের মুসলমানরা জীবনভর যে নিয়মে কোরবানীর পশু জবাই করে আসছে সেভাবে করবে। কোরবানী নিয়ে কোন প্রকার তামাশা সহ্য করা হবে না।

আজ সোমবার সকালে জুরাইনস্থ ইছামতি চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা তারবিয়াতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নগর সহকারী প্রশিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, সরকার জঙ্গিবাদ দমন করতে চায়, কিন্তু জঙ্গিবাদ দমন করতে যে পথে অগ্রসর হওয়া প্রয়োজন সে পথে না গিয়ে উল্টোপথের মাধ্যমে। এভাবে কখনও সন্ত্রাস-জঙ্গি দমন সম্ভব হবে না। সন্ত্রাসবাদ, উগ্রতা ও জঙ্গিবাদ দমন করতে হলে শিক্ষার সকলস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সরকার ইসলামী শিক্ষার বারোটা বাজাচ্ছে পাঠ্যসুচীর মাধ্যমে, আবার জঙ্গিবাদ দমনের কথা সরকারের মুখে বেমানন। তিনি বলেন, ইসলামী শিক্ষার বিরুদ্ধে চক্রান্ত এবং কৌশলে ইসলামী শিক্ষা উৎখাতের চেষ্টা চলছে। ইসলামী শিক্ষার প্রতি বৈরী মনোভাবের কারণেই দেশব্যাপী উগ্রতা ও সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। জঙ্গিবাদ রুখতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবিরোধী আলোচনা সভা নয় বরং শিক্ষার সকলস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করলে জঙ্গিবাদ দমন করা সম্ভব হবে। তিনি হিন্দুত্ব ও নাস্তিক্যবাদী সিলেবাস নতুন বছরের পূর্বেই সংশোধন করার আহ্বান জানান।

থানা সভাপতি আলহাজ্ব মাওলানা ক্বারী মাসউদুর রহমান চাঁদপুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা বাছির উদ্দিন মাহমুদ-এর পরিচালনায় অনুষ্ঠিত তারবিয়াতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগরনেতা ইমদাদুল ফেরদৌস, মাওলানা মহিউদ্দিন রুমি, অধ্যাপক ইউনুছ আহমদ, মুহাম্মদ আজিজুল হক, মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, আলহাজ্ব ওসমান গণী নবী, আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ